কাশ্মিরের বিধান সভা ভেঙে দেওয়া নিয়ে নাটকীয়তা

193

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য জম্মু ও কাশ্মিরের গভর্নর সত্য পাল মালিক বুধবার রাতে হঠাৎ করে রাজ্য বিধান সভা ভেঙে দিয়েছেন। একটি সরকার গঠনের সম্ভাবনা সৃষ্টির মধ্যে অতি নাটকীয়ভাবে এই ঘটনা ঘটল। এখন রাজ্যে নতুন নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। সম্ভবত আগামী এপ্রিল হবে ওই নির্বাচন।

মিডিয়াকে মালিক বলেন, বিপরীতমুখী আদর্শের দলগুলো একসাথে হয়ে সরকার গঠন করতে চাওয়ায় তিনি বিধান সভা ভেঙে দিয়েছেন। তার মতে এ ধরনের সরকার স্থিতিশীল হতে পারে না।

অবশ্য বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে গভর্নর পদে তার দায়িত্ব গ্রহণকে রাজনৈতিক নিযুক্তি হিসেবে দেখা হয়ে থাকে। সমালোচকেরা বলছেন, গভর্নরের মাধ্যমে রাজ্যের নিয়ন্ত্রণ বহাল রাখার জন্যই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। এর আগে পিডিপির সাথে মিলে চার বছর সেখানে ক্ষমতায় ছিল বিজেপি।

পিডিপি বলেছিল, তারা ন্যাশনাল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের সাথে মিলে সরকার গঠন করতে চায়। এখন দলটি গভর্নরের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গত জুন থেকে উত্তপ্ত রাজ্যটিতে গভর্নরের শাসন চলছে। পিডিপি-বিজেপি সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করলে সরকার ভেঙে গিয়েছিল। তবে রাজ্য বিধান সভায় পিডিপির রয়েছে সর্বোচ্চ ২৮টি আসন। ৮৭ সদস্যবিশিষ্ট বিধান সভায় তারা এখন কংগ্রেস (১২) ও ন্যাশনাল কনফারেন্সের (১৫) সমর্থন নিয়ে সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে।

পিডিপির সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজভবনে দ্রুত এক চিঠি দিয়ে জানিয়েছেন, সরকার গঠন করার মতো সমর্থন তার আছে। সরকার গঠন করতে ৪৪ জন এমএলএর সমর্থন লাগলেও তার আছে ৫৬ জন এমএলএ।

তবে সাথে সাথেই বিচ্ছিন্নতাবাদী থেকে মূলধারার রাজনীতিতে আসা পিপলস কনফারেন্সের নেতা সাজাদ লোন দাবি করেন, তার প্রতি বিজেপির ২৫ জন এমএলএর সমর্থন রয়েছে। তিনি তাকে সরকার গঠন করার সুযোগ দিতে গভর্নরের প্রতি আহ্বান জানান। এমনকি ইমরান রেজা আনসারির নেতৃত্বে পিডিপির বেশ কয়েকজন বিদ্রোহী সদস্যও সাজাতের সাথে যোগ দিতে প্রস্তুত বলে জানানো হয়।

এই প্রেক্ষাপটে গভর্নর রাজ্য বিধান সভা ভেঙে দেন বলে জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পরিষদ ভেঙে দেয়ায় কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কংগ্রেসের জন্য স্বস্তিই সৃষ্টি হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পিডিপির সাথে জোট গড়লে ন্যাশনাল কংগ্রেসকে বেশ ঝামেলাতেই পড়তে হতো। আবার মেহবুব মুফতিহীন সরকার গঠিত হলে পিডিপিও খারাপ অবস্থায় পড়ে যেত।

এখন নির্বাচনের মাধ্যমেই রাজ্যটির পরবর্তী শাসকদল নির্ধারিত হবে। ভেঙে দেয়া না হলে ২০২১ সালের মার্চ পর্যন্ত পরিষদ বহাল থাকত।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.