মালয়েশিয়াতে পড়তে যেতে ইচ্ছুকদের জন্য মেলা বসছে ঢাকায়

63

উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের উদ্যোগে এবং মেন্টর্স স্টাডি অ্যাব্রোডের সার্বিক সহযোগিতায় ঢাকার দি ওয়েস্টিন হোটেলে ২১ মে আয়োজিত হতে যাচ্ছে মালয়েশিয়া শিক্ষা মেলা ২০২২।

মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং মেলাটি চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

 

এতে অংশগ্রহণ করবে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয় যেমন: টেইলর্স ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, সেগী ইউনিভার্সিটি, নিউক্যাসেল ইউনিভার্সিটি মেডিসিন মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যা0ন্ড ইনোভেশান, কোয়েস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা।

এসব ইউনিভার্সিটির প্রতিনিধিরা বিনামূল্যে ওয়ানথঅন-ওয়ান কন্সাল্টেন্সি দেবেন এবং ভর্তি যোগ্যতা যাচাই করে তাৎক্ষণিক ভর্তির সুযোগ দেবেন।

ইউনিভার্সিটিগুলোতে ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপের সুবিধাদি এবং ভিসা প্রসেস সম্পর্কেও বিস্তারিত জানা যাবে এই মেলায়।

ইউনিভার্সিটি প্রতিনিধি ছাড়াও উইনিং ম্যাক্সিটিউডের অভিজ্ঞ কাউন্সিলররা থাকবেন আগ্রহী শিক্ষার্থীদের মালয়েশিয়ান ইউনিভার্সিটি, আবেদন পদ্ধতি, ভ্রমণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য। আগ্রহীদের মেলার দিন প্রয়োজনীয় সার্টিফিকেট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টসের স্ক্যান্ড কপি সাথে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Comments are closed.