চোখটা ছিল হাসির মাঠ – অভ্র ওয়াসিম

49
আমার একটা নদী ছিল
দুই কূলে ছিল সবুজ ঘাস।
অতল ছিল সোনার নদী
ছিল কতো ঢেউ?
খোঁজ রেখেছে কতো মানুষ
আমার চোখে জল।
নদী আমার বয়তো শীতল
মন জুড়াতো দেখলে তারে
চোখটা ছিল হাসির মাঠ
শিউলি ঝরা নদী আমার
বৃষ্টি পড়া সকাল বিকাল।ঔ
হঠাৎ নদী আড়াল হলো
অনেক পথ পাড়ি দিলাম
ভাবী শুধু নদী আমার
কেমন আছে অতল পানি?
দেখা হলো দালান কোঠায়
এসি ঘরে দামি বিছানা
চোখটা মলিন মনটা মরা
আমি ভাবী, কেনো এমন
নদী গেছে শুকিয়ে অকাল
আমার ভালোবাসা শুধু কাঁদে।
আরও পড়ুন

Comments are closed.