বকেয়া বেতনের দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও

21

প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে চলমান ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও ২২ মাসের বকেয়া বেতনের দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ পলিটেকনিক্যাল টিচার্স ফেডারেশন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এই কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা এ কর্মসূচি পালন করে।

 

 

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমরা গত ফেব্রুয়ারিতে টানা ১৩ দিন অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছি। শিক্ষামন্ত্রী ও তার প্রতিনিধি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু দুই মাস পার হয়ে গেলেও আমাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়েই এই কর্মসূচি পালন করছি।

তারা আরও বলেন, চলমান ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বকরণ প্রক্রিয়া স্থবির হয়ে আছে। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী চালু হয়নি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই ঈদের আগে বেতন-ভাতা এবং চাকরি রাজস্বকরণ প্রক্রিয়া চালু রাখার দাবি জানাচ্ছি।

 

 

জানা গেছে, ঘেরাও কর্মসূচি থেকে একটি প্রতিনিধি দল কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করেন। সেখানে বসে সেলফোনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেন তারা। বিকেল পর্যন্ত তাদের কর্মসূচি চলে। রাতে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Comments are closed.