ফেনীতে ৯২৮ লিটার তেল মজুদ, ৬০ হাজার টাকা জরিমানা

73

ফেনীতে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সোহেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পৌর হকার্স মার্কেট ও বড় বাজারের কয়েকটি দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সের গুদামে ৮টি কার্টনে ১৬০ লিটার সয়াবিন মজুদ পাওয়া যায়। এজন্য দোকানি সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরে শহরের বড় বাজার ইসলামপুর রোডস্থ ভূঞা ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে ৭৬৮ লিটার সয়াবিন মজুদ পাওয়া যায়। প্রয়োজনের তুলনায় অধিক তেল মজুদ রাখায় দোকান মালিক ফখরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দোকানে অবৈধভাবে মজুদকৃত সকল তেল তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.