চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

2

দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক নুর আলমকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা, তার উপর হামলা লাঞ্ছিত ও টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নোয়াখলা ইউনিয়নের মোল্লারহাট খলা এই ঘটনা ঘটে। এই ব্যাপারে সাংবাদিক নুর আলম বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে চাটখিল থানায় এজাহার দায়ের করেছেন।

থানায় দায়ের করা এজাহারে জানা যায়, সাংবাদিক নুর আলম গতকাল সোমবার বিকেলে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের মোল্লারহাট খোলা এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা কালে রফিকুল ইসলাম রতন ও ওমর ফারুক এর নির্দেশে সাইদুর রহমানের ২য় স্ত্রী মুন্নী বেগম অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে ও অকথ্য ভাষায় গালমন্দ তাকে লাঞ্ছিত করে। তার উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে তিনি ভিডিও করা বন্ধ করতে বাধ্য হন । ভিডিও বন্ধ করার পরপরই সাইদুর রহমান ও তার স্ত্রী এবং অজ্ঞাতনামা জনৈক মহিলা তাকে টানাহ্যাঁচড়া করে লাঞ্ছিত করে । এবং তার পকেটে থাকা ৩০হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এই ব্যাপারে তিনি সাইদুর রহমান ও তার ২য় স্ত্রী মুন্নী বেগম সহ ৪জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এজাহার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

চাটখিলে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ নুর আলমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলা কারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

Comments are closed.