“আলোকিত চাটখিল” পত্রিকায় সংবাদ প্রকাশের পর সন্ধান মিলেছে আকবরের।

মো: আকবর হোসেন (২৮) নোয়াখালী চাটখিল উপজেলা ৯নং খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড লটপটিয়া গ্রামের খামারবাড়ীর মো: দুলাল হোসেনের মেঝো ছেলে।

441
নিখোঁজ মো: আকবর হোসেন।

আলোকিত চাটখিল পত্রিকায় “চন্দ্রগঞ্জে গিয়ে চাটখিলের আকবর নিখোঁজ, থানায় জিডি” শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ মঙ্গলবার সকালে সন্ধান মিলেছে নিখোাঁজ সেই মো: আকবর হোসেনের। তবে বর্তমানে সে ঢাকায় রয়েছে এবং শিগগিরই বাড়িতে আসবে বলে জানিয়েছে আলোকিত চাটখিল পত্রিকার প্রতিবেদককে মুঠোফোনে তিনি নিজেই জানিয়েছেন। এছাড়াও মোবাইলে কথা হয়েছে তার বাবা-মায়ের সাথে।
তবে ঠিক কি কারনে ?কিভাবে ঢাকায় পৌছালো ? কেন সে এভাবে নিখোাঁজ থাকলো সে ব্যাপারে এখনই কিছু জানায়নি। বাড়িতে আসলে বিস্তারিত বলবে বলে জানান মো: আকবর হোসেন। তবে সন্তানের খোঁজ পাওয়ায় হাসি ফুটেছে স্বজনদের মূখে।
মো: আকবর হোসেন (২৮) নোয়াখালী চাটখিল উপজেলা ৯নং খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড লটপটিয়া গ্রামের খামারবাড়ীর মো: দুলাল হোসেনের মেঝো ছেলে।
গত সোমবার (০৫/০৩/২০১৮ইং) সকাল আনুমানিক ১০টার সময় প্রতিদিনের মত ব্যবসায়ের জন্য চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মো: আকবর হোসেন (২৮)। কিন্তু প্রতিদিনের মত বের হওয়ার দৃশ্য ঠিক থাকলেও বাড়িতে গত ৮দিনেও ফেরা হয়নি তার। তার সাথে থাকা নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটি সেদিন থেকে বন্ধ পাওয়া যায়।
যথা সময়ে বাড়িতে না ফেরার কারনে সম্ভাব্য আশেপাশের এলাকা ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে গত রবিবার (১১/০৩/১৮ইং) চাটখিল থানায় একটি সাধারণ ডাইরী (চাটখিল থানা,জিডি নং-৪৫১) করেন তার পিতা মো: দুলাল হোসেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.