সেনবাগে অপহরন মামলার ভিকটিম জয়াকে প্রেমিকের ভগ্নিপতির বাড়ি থেকে উদ্বার

160

নোয়াখালীর সেনবাগে গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিম জয়ারানী দাস তার প্রেমিকের ভগ্নিপতির বাড়ি থেকে উদ্বার করেছে। রবিবার সকাল ১১টা উপজেলার আজিজপুর গ্রামের মামলার আসামী জয়া রানীর প্রেমিক মিজানুর রহমান এর ভগ্নিপতি তানভির হাসান সজিবের ভাড়া করা বাসা থেকে তাকে উদ্বার করে সেনবাগ থানার এস আই মাহফুজ। জয়ারানী কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার ডালুয়া গ্রামের শ্রী নিতাই চন্দ্র দাসের মেয়ে। এ ঘটনায় জয়ারানীর মা রিতা রানী প্রিয়া বাদী হয়ে মিজানুর রহমানের বাবা,মা, ভাই কে আসামী করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ২৭। তারিখ ৩০.০৯.২০১৮।

আসামী করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ২৭। তারিখ ৩০.০৯.২০১৮।

স্থানিয় সুত্রে জানা গেছে, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলর ডালুয়া গ্রামের শ্রী নিতাই চন্দ দাসের পরিবার বিয়ের পর থেকে তার শ্বশুর বাড়ী কাদরা গ্রামের মালি বাড়ীতে থাকতো। সে খান থেকে মেয়ে জয়ারানী দাস স্কুল কলেজে পড়া লেখা চালিয়ে আসছে। এর মধ্যে পরিচয় হয় জিরুয়া গ্রামের ছমদ মিয়ার পুত্র মিজানুর রহমানের সাথে। সে সুত্র ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিনের তাদের এ সর্ম্পক চলার মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জয়া তার নানার বাড়ী কাদরা থেকে নীজে পালিয়ে মিজানুর রহমানের কাছে ঢাকায় চলে আসে। ৩০ সেপ্টেম্বর জয়া কোটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্ম গ্রহন করেন। বর্তমান নাম মোসাম্মদ হোমায়েরা। একই দিন তারা বিয়ে কাজও সম্পন্ন করেন। ৩০ সেপ্টেম্বর জয়ারানী দাস জয়ার মা রিতা রানী প্রিয়া বাদী হয়ে তার মেয়ে অপহরণের অভিযোগ এনে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ৭ অক্টোম্বর মামলার ভিকটিম জয়ারানী দাস কে উদ্বার করেছে পুলিশ।
ভিকটিম উদ্বারের বিষয়টি কে নিশ্চিত করেছেন সেনবাগ থানার এস আই মাহফুজ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.