১৫ জুনের ইউপি ভোটে আওয়ামী লীগের প্রার্থী যারা

31

আগামী ১৫ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আমজাদ হোসেন, পলাশবাড়ীতে মো. খায়রুল ইসলাম, নীলফামারীর সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে প্রশান্ত রায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে মো. রাবিউল হক, কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে মো. আসাদুজ্জামান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে মো. নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মো. মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে মো. মঞ্জুরুল হক, বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নে মো. বদরুজ্জামান খান, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে মো. মোফাজ্জল হোসেন মন্ডল, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে মো. তাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে মো. বেনাউল ইসলাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে মো. জহুরুল হাসান, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে মো. লুৎফর রহমান, রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নে মো. মতিউর রহমান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মো. বোরহান উদ্দীন আহাম্মেদ, পিরোজপুরে মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শ্যামপুরে বীর মুক্তিযোদ্ধা মো. রব বিশ্বাস, বারাদিতে মো. মোমিনুল ইসলাম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

 

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে মো. কবির হোসে জোয়ার্দ্দার, পাগলাকানাইতে মো. আসাদুজ্জামান, বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে আ. রাজ্জাক, ছোটবগীতে মো. তৌফিক উজ্জামান, কড়ইবাড়িয়ায় মো. ইব্রাহীম, বড়বগীতে মো. আলমগীর মিঞা, নিশানবাড়িয়ায় মো. বাচ্চু মিয়া, সোনাকাটাতে মো. সুলতান ফরাজী, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে মো. সালাউদ্দিন মাহমুদ, পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে সৈয়দ মোহাম্মদ মোহসিন, কালিকাপুরে সালমা জাহান, ইটবাড়িয়ায় মো. মোজাম্মেল হক মৌকরণে এ কে এম বশির আহম্মেদ, লাউকাঠীতে আশিষ কুমার চক্রবর্ত্তী, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মো. আনছার উদ্দিন মোল্লা, ধুলাসারে মো. মোদাচ্ছের হাওলাদার, দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে মো. নাজির সরদার, ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে সহি ছরওয়ার (ভুট্টু তালুকদার), হাজিপুরে মো. হামিদুর রহমান, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে মো. আজমত উল্যা, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আকতার হোসেন, রমাগঞ্জে গোলাম মোস্তফা, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে এ কে এম জসীম উদ্দিন, হিজলা-গৌরব্দী ইউনিয়নে মো. নজরুল ইসলাম মিলন, মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে মো. আ. জব্বার খান, চরএক্করিয়ায় আবদুল মকিম তালুকদার, গোবিন্দপুরে মো. আমিরুল ইসলাম বেলাল, আন্দারমানিকে মো. আলাউদ্দিন কবিরাজ, জয়নগরে মো. সেকান্দার আলী জাফর, লতায় মো. মিজানুর রহমান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলাবাড়ি দোবড়া ইউনিয়নে মো. ওয়ালী উল্লাহ, কলারদোয়ানিয়ায় মো. কবির হোসেন, ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে শেখ সাবের আহম্মেদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.