সোনাগাজীতে সৌর বিদ্যুৎ নির্মাণে কারো কোন মাস্তানি মেনে নেবো না – সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী

75

সোনাগাজী উপজেলার আদর্শ গ্রাম সংলগ্ন সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে গতকাল বিকালে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী  ৩ আসনের সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

মতবিনিময় সভায় সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ওই স্থানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ওই বিদ্যুৎ উৎপাদন হলে ফেনী জেলা সহ বৃহত্তর নোয়াখালী জেলার চাহিদা পুরন হবে। তিনি এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহবান জানান। ওই সময় তিনি আরো বলেন, সৌর বিদ্যুতে নির্মাণে কারো কোন প্রকার মাস্তানী মেনে নেওয়া হবে না। ইতি পূর্বে যারা মাস্তানী করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন তিনি। উল্লেখ্য সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্পে গত পরশু রাতে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

Comments are closed.