সোনাগাজীতে মুরগি ও খাদ্য বিতরণ

46

সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার দুপুরে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগী প্রশিক্ষণ প্রাপ্ত ৫০জন নারী-পুরুষের মধ্যে মুরগি ও খাদ্য এবং মুরগির ঘর বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদর কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এমএ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
জানা যায়, প্রাণি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেশের উপকূলীয় ৮টি জেলার ১৬টি উপজেলায় ৬৮টি ইউনিয়নের বাসিন্দাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারী ভাবে ইতিমধ্যে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ৫০০জন করে সুফলভোগী নির্বাচন করা হয়েছে। এর অংশ হিসেবে সোনাগাজী উপজেলায় চর মজলিপুর, চরচান্দিয়া ও চর দরবেশ এ তিনটি ইউনিয়নকে নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। তিনি বলেন, এ তিনটি ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত তিনশত করে পনের শত লোকের মধ্যে পর্যায়ক্রমে জনপ্রতি ২০টি মুরগি, ৫০ কেজি মুরগির খাদ্য ও মুরগি রাখার ঘর বিতরণ করা শুরু হয়। এসময় সুফলভোগী লোকজনসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.