সোনাইমুড়ী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক ফয়সাল

70

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে নাজমুল হক ও ফয়সাল।

শুক্রবার (২৯ জুন) বিকেলে ইমাপ্লাজার ফিদা অডিটোরিয়ামে প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মতিনের সভাপতিত্বে এক বিশেষ সভায় নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সাধারণ সদস্যদের কন্ঠ ভোটে চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হন (দৈনিক ভোরের কাগজ) প্রতিনিধি নাজমুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন (দৈনিক মানব কন্ঠ ও ডেইলী অবজারভার) প্রতিনিধি মনিরুল ইাসলাম ফয়সাল।

কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি (দৈনিক খবর পত্র) প্রতিনিধি মুক্তিযোদ্ধা এম এ মতিন, হাসানুর রশিদ (দৈনিক দিশারী) যুগ্ম সম্পাদক। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাত হোসেন ইমরান মির্জা, কোষাধ্যক্ষ পদে আব্দুস সালাম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জুয়েল রানা নির্বাচিত হয়।

কার্যকরী সদস্য নির্বাচিত হন গোলাম রাব্বানী রুবেল, আলাউদ্দিন আল পারভেজ, নাছির উদ্দিন পিন্টু, রেদোয়ান ভূঁইয়া, মিজানুর রহমান, সাইফুল ইসলাম জুয়েল ও একেএম মহিউদ্দিন।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.