সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশির লাশ পড়ে আছে আফ্রিকার হিমাগারে

77

ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ৭ দিন পার হয়ে গেলেও এখনো ইস্ট লন্ডন হাসপাতালের হিমাগারে বাংলাদেশি ব্যবাসায়ী কামাল আহামদ ভুট্টোর লাশ পড়ে আছে।

মৃত্যুর একদিন পর লাশের পোস্ট মর্টেম হওয়ার নিয়ম থাকলেও কামাল আহামদের নিকট কোন আত্নীয় স্বজন লাশের খোঁজ খবর না নেয়ার কারণে ৭ দিন ধরে হাসপাতালের হিমাগারে লাশটি পড়ে আছে।

১৮ তারিখ রাতে কামালের মৃত্যু হলেও লাশের কোনো নিকট আত্মীয় স্বজন তদারকি না করায় নিয়ম অনুযায়ী লাশের পোস্ট মর্টেম হয়নি।

এদিকে কামাল আহামদ ভুট্টোর অসংখ্য চাচাতো ও জ্যাঠাতো ভাই থাকলেও তারা এ ব্যাপারে কোনো উদ্যেগ নিচ্ছেনা।

অপরদিকে, নিহত কামাল আহামদ ভুট্টোর বাড়িতে আত্নীয় স্বজনের মধ্যে শোকের মাতম চলছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসের ২৩ তারিখ ইস্টার্ন ক্যাপের স্টেকস্প্রীরিট এলাকায় কামাল নিজ দোকানে ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত কামাল আহমেদ ভুট্টো ফেনী জেলার সোনাগাজীর পশ্চিম দরবেশের আব্দুস সোবহানের পুত্র। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.