সংসদে প্রতিনিধিত্ব করতে চান লক্ষ্মীপুরবাসীর উন্নয়নে কাজ করার জন্য

127

নিজের ভাগ্য পরিবর্তন ও অর্থ-সম্পদে শক্তিশালী হওয়ার জন্য নয়। সংসদে প্রতিনিধিত্ব করতে চান লক্ষ্মীপুরবাসীর উন্নয়নে কাজ করার জন্য। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করে জাকিয়া সৃজনী শিউলি।

জাকিয়া সৃজনী শিউলি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেননি। শিউলি আগামী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে চান।

মতবিনিময় সভায় শিউলি বলেন, দীর্ঘদিন ঢাকায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বিভিন্নভাবে সেখানকার মানুষদের উন্নয়ন করেছেন। শেখ হাসিনা ও দলীয় নির্দেশ পালনে রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন। হামলা-মামলার শিকার হয়ে কয়েকবার জেলে গিয়েছেন। তারপরেও দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন। শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা ও জয় বাংলা স্লোগানকে ভালোবেসে। এখন তাঁর স্বপ্ন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিউলি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তারপরেও দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তিনি।
ইতিমধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এই নেত্রী জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন। আগামী দিনেও লক্ষ্মীপুরের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে নৌকায় ভোট ও দলীয় মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন বলেও জানান শিউলি।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.