শেকলে বাঁধা জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন চাটখিলের গৃহবধূ রিমা

148

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোমাতলী গ্রামের গৃহবধূ রিমা মানুসিক ও শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় যখন ধুঁকে-ধুঁকে মরণ পথের যাত্রী হয়েছেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে রিমাকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। অসচ্ছল পরিবারের গৃহবধূ হওয়ায় আধুনিক চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন রিমা। শেকলে বাঁধা জীবনের মধ্যে আটকে যায় রিমার জীবন।
রিমার অসুস্থতার সংবাদ বিভিন্ন দৈনিক এবং আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. রুবাইয়াত ইসলাম মন্টির। তাৎক্ষণিক রিমার চিকিৎসার বিষয়ে সকল দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। অসহায় রিমার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে অতিসত্বর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের জন্য আমাকে নির্দেশ প্রদান করেন।
সংবাদ প্রকাশের পরের দিন রিমার পরিবারের সাথে যুবনেতা জুয়েল খালেদের মাধ্যমে যোগাযোগ করে তাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক মাসের অধিক সময় ধরে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপম দাসের সার্বিক নির্দেশনায় রিমার চিকিৎসা চলে। রিমার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম। চিকিৎসা শেষে অসহায় রিমাকে তার বাবার বাড়িতে পাঠানো হয় এবং চিকিৎসা পরবর্তী ফলোআপের দায়িত্ব নেন তিনি নিজেই।
হাসপাতাল থেকে ছাড় পাওয়ার ১৫ দিন পরে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় রিমাকে। পরীক্ষা শেষে ডা. অনুপম দাস বলেন, এই ধরণের রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার নজীর কম হলেও রিমার ক্ষেত্রে আমরা সফল হয়েছি। অত্যাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টির ফলেই আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে।
হাসপাতাল থেকে বিদায়ের সময়ে রিমার পিতা-মাতা ডা. রুবাইয়াত ইসলামের জন্য দোয়া করেন ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.