লক্ষ্মীপুর-২ আসনে পাপুলের নির্বাচনী সভায় জেলা আঃলীগ সভাপতি নেতা – কর্মীদের তোপের মুখে

134

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলকে নিয়ে আওয়ামী লীগের সভায় নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের তাজমহল সিনেমা হলের কার্যালয়ের সামনে আয়োজিত দলের জরুরি সভায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদের উপস্থিতিতে হট্টগোল হয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিংকু বক্তব্য দেন। এর একপর্যায়ে তিনি মহাজোট প্রার্থী নোমান টাকার বিনিময়ে সরে গেছে বলে অভিযোগ করেন। এর জের ধরে যুুুুবলীগের প্রেসিডিয়াম সদস্য খোকন, ইউপি চেয়ারম্যান শফিক পাঠান সহ নেতা – কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে হাতাহাতিতে নেতারা জড়িয়ে পড়ে। এ সময় তুমুল হট্টগোল হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাটির বর্ননা দিয়ে ৩নং ইউপি চেয়ারম্যান শফিক পাঠান বলেন, জেলা আঃলীগ সভাপতি মহাজোটের সমর্থনে একটি প্রোগ্রামে প্রার্থী পাপুল এর বিষয়ে কথা না বলে মহাজোটের সাবেক প্রার্থীর বিষয় প্রমান ছাড়াই বিভ্রান্তি ছড়ায়। এতে নেতা – কর্মীদের তোপের মুখে পড়েন তিনি।

আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক পিংকু বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তা তখনই নিরসন হয়ে গেছে। সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.