লক্ষ্মীপুরে ৪টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৬ জন

115

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জেলার ৪টি আসনে মোট ৪৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে একাধিক প্রার্থী স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এমপি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন। তারা হলেন, তরীকত ফেডারেশন থেকে আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম (সাবেক যুবলীগ নেতা), জাকের পার্টির পক্ষ থেকে তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল, এলডিপি’র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি থেকে হারুনুর রশিদ কমিশনার, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি (বিএনপি’র বিদ্রোহী ), জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, বি এন এফ এর সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এন এন পি’র মোশারেফ হোসেন, আলমগীর হোসাইন (জাতীয় পার্টির বিদ্রোহী), বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন দাখিল করা ১২ জন হলেন, জাতীয় পার্টির জেলা সভাপতি বর্তমান এমপি মোহাম্মদ নোমান, বিএনপি’র জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি’র সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া (বিদ্রোহী প্রার্থী), স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবন্ধনহীন জামায়াতের জেলা আমীর মাষ্টার এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকল্প ধারার শাহ আলম বাদল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহান পাটোয়ারী, জেএসডির এম এ ইউছুফ, স্বতন্ত্র প্রার্থী মো. শহীদ ইসলাম পাপুল।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন, বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার (আওয়ামীলীগের বিদ্রোহী), বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্ল্যাহ, নুর মোহাম্মদ বাংলাদেশ জাতীয় পার্টি, এন ডি এম এর মোহাম্মদ উল্যাহ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম, জাসদের এম এ ইউছুফ ভূইয়া, এন পি পি এর সেলিম মাহমুদ।

জেলার উপকূলীয় দুই উপজেলা রামগতি ও কমলনগর নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৪ আসন। এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিকল্পধারা একাংশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামীলীগের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম, স্বতন্ত্র মাহমুদা বেগমসহ মোট ১০ জন।

এদিকে আওয়ামীলীগ ও জোটের প্রার্থীরা উন্নয়ন ¯্রােততধারাকে সামনে রেখে নির্বাচনে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দিপনা রয়েছে জানিয়ে নির্বাচনে যাচ্ছেন বলে জানান। আর বিএনপি’র প্রার্থীরা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে যাওয়া বলে জানান। পাশাপাশি সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয়ও প্রকাশ করেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.