লক্ষ্মীপুরে শিশু হৃদয়ের পিএসসির ফলাফল দেখে পুরো গ্রামবাসীর চোখে পানি

153

শিশু মোশারেফ হোসেন হৃদয়ের প্রাথামিক সমাপনী পরীক্ষা-পিএসসির ফলাফল দেখে পুরো গ্রামবাসীর চোখে পানি টলমল করছিল। পিতা-মাতা, শিক্ষক আর সহপাঠিদের অনেকে হাউমাউ করে কেঁদেই ফেলেছেন। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) প্রাথামিক সমাপনী পরীক্ষা-পিএসসির ফলাফল প্রকাশের পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামে এ দৃশ্য দেখা গেছে।

মোশারেফ হোসেন হৃদয়(১১) চর মার্টিন গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে গ্রামের পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিল। শ্রেনীতে তার মেধাক্রম ছিল প্রথম। মঙ্গলবারের প্রকাশিত ফলাফলে হৃদয় জিপিএ-৪.৭৫ পেয়ে পাস করে। কিন্ত তার আগেই গত ২২ ডিসেম্বর তারিখে নিজ বাড়ি খেলতে গিয়ে সামান্য দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করে সে।

হৃদয়ের বাবা দেলোয়ার হোসেন জানান, ঘটনার দিন দুপুরে হৃদয় বাড়ির ছোট শিশুদের সাথে খেলার জন্য গাবগাছের পাতা ছিড়তে গিয়ে ছোট একটি কাঠের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম জানান, তার বিদ্যালয় থেকে এ বছর ৩৩ জন শিশু পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। যার মধ্যে হদয়ের ফলাফল সবচেয়ে ভালো। তিনি আরো জানান, হৃদয় ছিল শ্রেনীর সবচেয়ে মেধাবী এবং শান্ত। কিন্তু তার এ অকাল মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায় না। সহপাঠিদের অনেকেই এখনো বিশ্বাস করতে পারছে না যে, হৃদয় আর বেঁচে নেই।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.