রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্টত্ব অর্জন

80

২০১৯ ইং সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) পরীক্ষার ফলাফলের (জিপিএ) ভিত্তিতে কুমিল্লা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ঘোষণা অনুযায়ী লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১১জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৬ ও ব্যাবসায় শাখা থেকে ৫জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মেহেদী হাসান রনি, মোঃ আবদুল আহাদ, মাহবুব হোসেন, আজমাইন আবতাহি, নাদিম মাহমুদ, আবদুল্লাহ আল মারফ ও ব্যাবসায় শাখা থেকে মোঃ কাউছার আহম্মেদ মারুফ, কাইফ হাসান, আরাফাত রহমান, মাহবুব রহমান তাহিন ও মোঃ মেহেদী হাসান শাকিব।
এদিকে উপজেলার একমাত্র সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ঘোষিত বৃত্তি প্রদান তালিকা অনুযায়ী কোন শিক্ষার্থী বৃত্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন অভিভাবক।
অপরদিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪জন শিক্ষার্থী, নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ৩জন ও রামগঞ্জ রেসিডেনসিয়াল স্কুল থেকে সর্ব্বোচ্ছ নম্বর পেয়ে ১জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক জাহিদ হাসান জানান, এটা আমাদের জন্য দূর্ভাগ্যজনক। একটি সরকারী স্কুল থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়া খুবই হতাশাজনক। উচ্চমানের ডিগ্রি নিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়োগ পেয়ে থাকেন। এসময় তিনি পূর্বের ফলাফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রায়হানুর রহমান জানান, রামগঞ্জ উচ্চ বিদ্যালয় বিগত সময়ের মতো তার সুনাম ধরে রেখেছে। আমরা রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করছি।
এ ব্যপারে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন জানান, শিক্ষার্থীদের এমন সফলতায় আমরা আশান্বিত এবং আনন্দিত। পূর্বের ন্যায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে অত্র প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখেছে । তিনি ঘোষিত ফলাফলে অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকদের আন্তরিকতাকেও প্রাধান্য দিয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.