যুক্তরাষ্ট্রে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া চাটখিলের যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া চাটখিলের যুবক জাবেদের লাশ ছয়দিন পর উদ্ধার হয়েছে

753

স্থানীয় সময় শনিবার জাবেদ ইকবাল নামের ২৪ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের লাশ লংপোর্ট এবং ওসেন সিটির মধ্যে গ্রেট হারবার মোহনায় মাছ ধরার জেলেদের জালে উঠে আসে।

ইকবালের বাড়ি নোয়াখালীর চাঁটখিল উপজেলায়। আত্মীয়-স্বজনের সাথে বসবাস করছিলেন নিউ জার্সি স্টেটের ক্লিমেন্টন সিটিতে।

জাবেদের ভাই মো. খলিল জানান, ১২ জুলাই বিকেলে বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাসার কাছেই ওসেন সিটিতে যান সমুদ্রস্নানে। সে সময় উত্তাল ছিল সাগরের পানি। হাসি-খুশির মধ্যেই পানির স্রোত টেনে নেয় জাবেদ ও তার ১৬ বছর বয়সী বোনকে।

বোন সাঁতার না জানায় জাবেদ তাকে উদ্ধার করতে যান। বোনকে কোনওমতে কিনারায় টেনে আনার পরই প্রবল স্রোত জাবেদকেই ভাসিয়ে নিয়ে যায়।

উপকূলীয় পুলিশকে জানানোর পর তারা পরদিন ১৩ জুলাই সারাদিন চেষ্টার পর ফল না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।

গত শনিবার ভোরে মৎস্যজীবীদের জালে জাভেদের লাশ ভেসে উঠলে তারা ফোন করেন ৯১১ এবং কাছের দমকল বাহিনীর অফিসে।

ডুবুরিরা এসে জাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের পর সাউদার্ন রিজিওনাল মেডিকেল অফিস থেকে নিশ্চিত করা হয়, সেটি জাবেদেরই লাশ।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.