ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

56

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে আফজাল হোসেন রায়হান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
ঘাতক ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম মহসিন দুই মাস আগেও মামা আফজাল হোসেন রায়হানের ওপর হামলা চালান। সে সময় প্রাণে বেঁচে যান রায়হান। বৃহস্পতিবার সন্ধ্যার আগে টিউবওয়েলে ওজু করতে গেলে মামাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মহসিন। রায়হানকে পরিবারের লোকজন উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Comments are closed.