ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে রক্ষা পেতে যা করবেন

119

হঠাৎ করে ফেসবুক হ্যাকিংয়ের ঘটনা বেড়ে গেছে। আইডি হ্যাক করে অপকর্ম করা হচ্ছে। উল্টা-পাল্টা ছবি ও স্ট্যাটাস দিয়ে নষ্ট করা হচ্ছে ইমেজ। সৃষ্টি করা হচ্ছে সহিংসতা। ব্ল্যাকমেইল বা সম্মানহানি বা চাঁদাবাজি পর্যন্ত গড়াচ্ছে। তাই নিজের আইডিকে রক্ষা করা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় যেকোনো সময় আপনিও পরে যেতে পারেন মারাত্মক বিপদে। এ বিষয়ে কিছু টিপস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।

১. Two factor authentication অন করুন। এটা Settings এ ঢুকে Security and Logon এ পাবেন। একটা মোবাইল নাম্বার যোগ করুন যেটাতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরী সময় ব্যবহার করতে পারেন।

২. সবার আগে গোপনীয় ও সেন্সেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। হ্যাকড হয়ে গেলে এইসব কনভারসেশনগুলো দিয়ে হ্যাকাররা ব্ল্যাকমেইল করতে পারে বা ফিনান্সিয়াল তথ্যগুলো হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে পারে।

৩. ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৪. জাতীয় পরিচয়পত্র মোতাবেক ফেসবুক প্রোফাইল বানান বিশেষ করে জন্মতারিখ ও নাম সঠিক করে লিখুন; যেমন, ‘angel’, ‘তানিশা’, ‘ভোরের পাখি’, ‘অচেনা বালক’, ইত্যাদি নাম পরিহার করুন; নতুবা ফেসবুক অথরিটি পরে মিথ্যা বা ফেক ভেবে বিপদের সময় সাড়া নাও করতে পারে।

৫. সবাই নিজের প্রোফাইলের লিংকটা মনে রাখুন এবং নিউমেরিক আইডিটা কোথাও টুকে রাখুন যাতে হ্যাকড হয়ে গেলেও এটা রেফারেন্স হিসেবে রাখা যায়।

৬. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি অজ্ঞাত কাউরে দিবেন না বা যাকে দিচ্ছেন তাকে এই কপির অপব্যবহার রোধে সতর্ক করুন, নইলে এই কপি ব্যবহার (submit) করে স্পামাররা আপনার আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিবে।

৭. Settings এ ঢুকে Security and Logon-এ WHERE YOU’RE LOGGED ON দেখুন। অপরিচিত কোন ডিভাইস থেকে আপনার আইডি ব্যবহার করা হচ্ছে কিনা সেটা দেখুন। হয়ে থাকলে সেই ডিভাইসগুলো রিমুভ করুন।

৮. পারলে Settings এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন।

৯. যে মেইল আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল খুলেছেন সেটার পাসওয়ার্ড মনে রাখুন এবং সেটা নিরাপদে রাখুন। পারলে সেটারও টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। অনেক পুরনো Yahoo মেইল দিয়ে প্রোফাইল খুলে থাকলে এখুনি Yahoo মেইলটি পরিবর্তন করে Gmail বা অন্য নিরাপদ মেইল ব্যবহার করুন। Yahoo মেইলটি হ্যাকড হওয়ার সম্ভাবনা বেশি। এটা Yahoo-এর একটি দুর্বলতা।

১০. যেকোনো সহায়তার জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের হটলাইনে ০১৭৬৯৬৯১৫২২ কল করুন। কানেক্টেড থাকুন এই পেইজে- Cyber Security & Crime Division, CTTC, DMP.

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.