ফেনী শহীদ মিনারে নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

119

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এবং পাশ্ববর্তী জেলা সমূহের সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার সকাল ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এনবিসি গ্রুপের আয়োজনে এবং বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অব ঢাকা ও বৃহত্তর নোয়াখালী ইয়ূথ ফোরামের সহযোগিতায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এনবিসি গ্রুপ ফেনী জেলার সমন্বয়কারী শাহাদাত শাকিলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন আবদুল হামিদ রনি, এস আরেফিন জোবায়ের, মিজান রহমান, ওয়ালিদ সাকিব এবং নিজাম উদ্দিন, মনির হোসেন পাটোয়ারী, এস ডি রুমি প্রমুখ।
নোয়াখালী বিভাগের দাবিতে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী বিভাগ আন্দোলন-ফেনী জেলা শাখা, নোয়াখালী পেইজ, ফেনী জেলা নোয়াখালীমেইল পাঠক ফোরামসহ ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.