ফেনীর ৩ অাসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

195
Photo – nutun feni

ফেনীর ৩টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিকালে দলীয় কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেন।

এর আগে বগুড়া-৬ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালকুদার লালু।

ফেনী-১ আসনে নির্বাচনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফেনী-২ আসনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ভিপি ছাড়াও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার, জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল।

ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছাড়াও কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহম্মেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাহেদ হোসেন চৌধুরী, সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

ফেনী জেলা বিএনপির সাবেক সাধারষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি খালেদা জিয়াসহ তিনজনের মনোনয়ন চূড়ান্তের বিষয়টি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.