ফেনীতে পুলিশের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ

55

ফেনী মডেল থানার এসআই মো. দুলাল মিয়ার বিরুদ্ধে গ্রামের ঘুমন্ত মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ৪টি মোবাইল ও ৬ বস্তা ধান নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে।

আর উল্টো ভুক্তভোগীদেরকেই ধান চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার এসআই দুলাল হোসেন, আবু তাহের সেলিম ও অজ্ঞাত ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইজিপি ও ফেনীর পুলিশ সুপার বরাবর বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর বেদরাবাদ গ্রামের ক্ষতিগ্রস্ত আবদুর রহিম জানান, গত সোমবার রাত দেড়টার দিকে ফেনী মডেল থানার এসআই দুলাল হোসেন দুজন ফোর্স নিয়ে তাদের বাড়িতে আসেন। এ সময় তার সঙ্গে আবু তাহের সেলিমসহ তার ভাড়াটে ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসীও ছিল।

তারা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তার মেয়ে নাছিমা আক্তার, তার চার বছর বয়সী ছেলে আরাফাত হোসেন, আবদুর রহিমের ছেলে মো. আনিছুল হক, জিয়াউল হক ও মফিজুল হককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা ৪টি মোবাইল ফোন ও ৪ বস্তা ধান নিয়ে যায়।

শাকিব উদ্দিন ও নুরুজ্জামান নামে অপর ভুক্তভোগীরা জানান, এসআই দুলাল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে একই কায়দায় ঘরে ঢুকে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তার ঘর থেকে ২ বস্তা ধান নিয়ে যায়। তাদের আত্মীয় জিয়াউল হক, মফিজুল হক, আনিছুল হক ও নাছিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে এসআই দুলাল নির্যাতন করেন।

এ ব্যাপারে ফেনী বারের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে একই গ্রামের মনকাজী পাটোয়ারী বাড়ির আবু তাহের সেলিমদের ১৭ শতক জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলছে। জমিটি ক্ষতিগ্রস্ত আবদুর রহিম ভোগদখল করে আসছেন।

পুলিশ প্রতিপক্ষের পক্ষ নিয়ে তাদের ওপর নির্যাতন করেছে। এ বিষয়টি আমি বিবাদী পক্ষের আইন আইনজীবী হিসাবে বিচারককে জানিয়েছি। একই সঙ্গে পুলিশ হেড কোয়ার্টারসহ ফেনী জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।

ফেনী মডেল থানার এসআই দুলাল মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকায় আসামি ধরতে গেলে তারা ডাকাত বলে চিৎকার শুরু করে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.