ফেনীতে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

32

ফেনীর ফুলগাজীতে নিখোঁজের সাত দিন পর এক শিশুর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে আমজাদহাট বাজারের ভূমি অফিস সংলগ্ন বাংলা পুকুরে থেকে জেমি আক্তার লিজা (৯) নামের শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জেমি আক্তার লিজা আমজাদহাটের নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি জানান, লিজার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিজাকে হত্যার পরে পুকুরের পানিতে তার মরদেহ ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুছা গ্রামের ভাড়া বাসায় থাকা জেলে মমিনুলের বড় মেয়ে লিজা গত বৃহস্পতিবার (২ জুন) বিকেলে আমজাদহাট বাজারের জেঠার বাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি। এরপর থেকে অনেক খোঁজ করা হলেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে ফুলগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেন লিজার বাবা মমিনুল।
আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.