ফেনীতে ট্রেনের ধাক্কায় সাবেক রেল কর্মচারী নিহত

42

ফেনী: ফেনীতে প্রাতভ্রমণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক রেল কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ফেনী রেলস্টেশনের অদূরে সহদেবপুর রেলওয়ে ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কাশেম ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকালে ফেনী রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে ছাড়া হয়। এ সময় ট্রেনের গতি কিছুটা কম ছিল। স্টেশনের অদূরে চট্টগ্রামমুখী সহদেবপুর রেলওয়ে ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে এক বৃদ্ধ রেললাইন অতিক্রম করছিলেন। তখন ট্রেনের হুইসেলও বাজছিল। তিনি কিছুটা অমনোযোগী হওয়ায় হয়তো ট্রেনের হুইসেলের শব্দ ঠিকমতো শুনতে পাননি।

মুহূর্তেই ট্রেনটি সহদেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই অবসরপ্রাপ্ত রেল কর্মচারীকে ধাক্কা দেয়। এতে তার এক পা কেটে যায় এবং তিনি মাথায় আঘাত পেয়ে ছিটকে এক পাশে পড়ে যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবুল কাশেমের ভাতিজা ও স্থানীয় কাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মদ সোহাগ জানান, তার চাচা আবুল কাশের সকালে বাড়ি থেকে প্রাতভ্রমণের জন্য বের হয়েছিলেন। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। পরে জানতে পারেন তিনি রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাতে দেরি করায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বেশি রক্তক্ষরণের কারণেই তিনি মারা গেছেন।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আলিম সকালে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.