নোয়াখালী সোনাইমুড়ীতে বাগানে মিলল স্কুলছাত্রীর লাশ

110

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে তানজিলা আক্তার রিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে নিহতের জুতা উদ্ধার করলেও তার ব্যবহৃত স্কুল ব্যাগ ও বইয়ের খোঁজ পাওয়া যায়নি।সোমবার রাত ৮টার দিকে পূর্ব রশিদপুর গ্রামের একটি বাগান থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।নিহত রিয়া রশিদপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি স্থানীয় রশিদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে রিয়া সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যায়। সকালে ২টা ক্লাস করে বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা হলেও আর বাড়ি ফেরেনি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন পূর্ব রশিদপুর গ্রামের একটি পরিত্যাক্ত বাগানের মধ্যে রিয়ার লাশ দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়ার লাশ শনাক্ত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ধারনা করা হচ্ছে- স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীটিকে অপহরণ করে বাগানে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।নিহতের বাবা আবদুল গফুর জানান, রিয়া পড়াশুনায় ভালো ছিল। কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল না। পড়াশোনা আর স্কুলে আসা যাওয়াই ছিল তার একমাত্র কাজ।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের ভাষ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেয়েটি বাগানে এসে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত না। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.