নোয়াখালীতে ফোরলেন সড়ক বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের দাবি

111

নোয়াখালীর জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় ফোরলেন সড়ক বাস্তবায়নে রাস্তার দু-পাশে সমহারে ভূমি অধিগ্রহণের দাবি জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সাথে দেখা করে এই দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। নোয়াখালী চান্দিনা ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরামের নেতৃত্বে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর বণিক সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান, ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরাম নেতা সাংবাদিক অহিদ উদ্দিন মুকুল প্রমুখ।

ব্যবসায়ীরা জানান, শহরের প্রধান সড়কের পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে গণপূর্তের জায়গায় শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অপর দিকে প্রধান সড়কের পূর্ব পাশে সরকারি খাস জমি পতিত রয়েছে। ওই জমি রেখে পশ্চিম পাশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙে ফোরলেন সড়ক বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কিন্ত বর্তমান প্রধান সড়কের দু-পাশ থেকে যদি সমহারে ভূমি অধিগ্রহণ করে ফোরলেন বাস্তবায়ন করা হয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। একই সাথে শহরের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে। ফোরলেন বাস্তবায়নে সড়কের দু-পাশ থেকে সমহারে ভূমি অধিগ্রহণের দাবি তোলেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.