নোয়াখালীতে তাবলীগ জামাতের ৯ সাথী ভাইকে অচেতন করে মালামাল লুট

117

কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে তাবলীগ জামাতে আসা ৯জন সাথী ভাইকে অচেতন করে মালামাল লুট করার অভিযোগ উঠেছে রুবেল নামের এক সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে অসুস্থদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলের বাড়ী ময়মনসিংহ জেলায়। সে দিল্লী জামাতের সা’দ গ্রুপের বলে অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, গত বুধবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১৪সদস্যের একটি দল কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজার জামে মসজিদে আসেন। অন্যদিনের মত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের ধারণা ডালের সাথে রুবেল তাদেরকে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। তাই খাওয়ার পর ঘুমের মধ্যে ৯জন অচেতন হয়ে পড়েন। বৃহস্পতিবার ফজর নামাজ পড়ার জন্য তাদের ডাকা হলেও তারা অচেতন থাকায় বাকী সদস্যদের সন্দেহ হয় এবং রুবেল পলাতক ছিলো।
তাদের অভিযোগ, রুবেল সবার ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। উল্লেখ্য, তাবলীগ জামাতে সা’দ গ্রুপ ও যোবায়ের গ্রুপের বিরোধ চলছে। রুমেল সা’দ গ্রুপের অলে অভিযোগ করেছে অসুস্থরা।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.