নোয়াখালীতে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

26

নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে বুকের অংশে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার নোয়াখালী মা ও শিশু হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা শিশু দুটির পরিবারের সদস্যরা তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

ওই হাসপাতালের চেয়ারম্যান অসিম কুমার  বলেন, শনিবার বিকেলে প্রসবব্যথা নিয়ে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা এক গর্ভবতী নারী ওই হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসক শাহানারা আক্তারের তত্ত্বাবধানে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হলে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়। দুই নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শিশু দুটিকে অক্সিজেন ও স্যালাইন দিয়ে রাখা হয়ে হয়েছে।

 

অস্ত্রোপচারকারী চিকিৎসক শাহানারা আক্তার  বলেন, জন্মের পর নবজাতক দুটি পায়খানা, প্রস্রাব করেছে। ওদের বাঁচিয়ে রাখতে উন্নত চিকিৎসাসেবা প্রয়োজন। তাই তিনি শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রোববার সন্ধ্যার পর ওদের ঢাকায় নিয়ে যাওয়ার কথা।

জোড়া লাগানো শিশু দুটি শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন শিশু চিকিৎসক গিয়াস উদ্দিন। তিনি  বলেন, শিশু দুটিকে অক্সিজেনসহ প্রাথমিক যেসব চিকিৎসা দেওয়া দরকার, তা দেওয়া হয়েছে। তবে ওদের দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসাসেবা দেওয়া দরকার।

জোড়া লাগানো যমজ শিশু জন্ম নেওয়ায় শিশু দুটির মা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান অসিম কুমার। তিনি বলেন, শিশু দুটির পরিবারের সদস্যরা বিষয়টি কারও কাছে প্রকাশ করতে চাইছেন না।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার রোববার রাতে  বলেন, শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.