নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেলে ৩ দিন পর করোনা পরীক্ষা শুরু

দেয়া কিটে মাত্র তিনদিন চলবে

89

অবশেষে তিন দিন পর নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে পুনরায় করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ল্যাবের প্রধান সমন্বয়কারী এবং স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন জানান, ‘মঙ্গলবার দুপুরে তাদের কাছে ৬০টি বক্সে এক হাজার চারশত চল্লিশটি কিট এসেছে।’

তিনি আরও জানান, প্রাপ্ত কিট দিয়ে আজ ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাকি কিট দিয়ে আরও তিন দিন চলবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে নমুনা পরীক্ষার জন্য কিট পাঠানো হবে বলে জানানো হয়েছে। আজ পর্যন্ত শুধু নোয়াখালী জেলার ১ হাজার একশত নিরানব্বইটি নমুনা জমা ছিল। এ ল্যাবে নোয়াখালী ছাড়াও ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয়ে থাকে।

এদিকে, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সোমবার দুপুরে নিজ ফেসবুক লাইভে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের করোনা পরীক্ষা কিট সংকটে বন্ধ থাকায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার করোনা রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরে স্বাস্থ্য বিভাগকে ‘আজগুবি’ থেকে ‘মহাআজগুবি’ বিভাগ বলে মন্তব্য করেন।

লাইভে তিনি আরও বলেন, ‘একটি সিন্ডিকেট ১০ লাখ কিট এনে মজুত করে রেখেছেন। জনৈক মিঠু গং সিন্ডিকেট এ কাজে জড়িত। এ সিন্ডিকেট না ভাঙতে পারলে, কোনও লাভ হবে না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্যাসিনোর মতো এ মিঠু গং সিন্ডিকেটকে ভাঙার দাবি করেন।’

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.