তিন কার্যদিবসের তদন্ত শেষ হয়নি দুই মাসেও!

33

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গোয়ালঘর থেকে ভিজিএফের চাল উদ্ধার হওয়ার ঘটনার গত ২৬ এপ্রিল তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশনা ছিল তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার।

কিন্তু সেই তিন কার্যদিবসের তদন্ত শেষ হয়নি দুই মাসেও!
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী শিক্ষা অফিসারকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দিতে বলা হয়। কিন্তু তিনদিন তো দূরের কথা, দুই মাসেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্ভুল ও গ্রহণযোগ্য তদন্তের জন্য প্রতিবেদন দিতে দেরি হচ্ছে।

জানা গেছে, রমজানের ঈদ সামনে রেখে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারে হিসেবে চাল দেওয়া হয়। গত ২৬ এপ্রিল সেই ভিজিএফ এর চাল চরমার্টিন ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে গোপনে একটি গোয়ালঘরে এনে রাখা হয়। পরে পরিষদ সংলগ্ন ওই গোয়ালঘর থেকে সাত বস্তা সরকারি চাল পাওয়া যায়। এ খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউনিয়নের তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোর্শেদ আলম চালগুলো জব্দ করেন।

ঘটনার দিন সকাল থেকে চরমার্টিন ইউনিয়ন পরিষদে দরিদ্রদের মাঝে উপহারের চাল বিতরণ করা হয়। সেখানে চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী তার ঘনিষ্ঠ স্থানীয় নুর হোসেনসহ কিছু লোকজন দিয়ে বেনামে টোকেনের মাধ্যমে চাল সংগ্রহ করেন। পরে সগুলো গোয়ালঘরে বস্তা ভরে রাখেন বলে অভিযোগ উঠে।

বিষয়টি জানাজানি হলে চালের বস্তা রিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত বস্তা চাল জব্দ করা হয়। ওই সময় নুর হোসেনসহ জড়িতরা পালিয়ে যান।

তদন্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকতারুল ইসলাম  বলেন, তদন্ত শেষ হয়েছে। কিন্তু জমা দেওয়া হয়নি। আগামী বৃহস্পতিবার (৩০ জুন) প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.