ডাক্তারদের কমিশন বাণিজ্য বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

45

ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন ডাক্তারদের ঔষধ কোম্পানী ও প্রাইভেট ক্লিনিক থেকে নেওয়া কমিশন বানিজ্য বন্ধ করতে হবে। ডাক্তারদের গ্রামে/মফস্বলে থেকে চিকিৎসা সেবা প্রদানের মানসিকতা তৈরি করতে হবে। সরকারী হাসপাতালের কিছু ডাক্তার, নার্স, স্টাফ বাহিরে প্রাইভেট ক্লিনিকে রোগীদের যেতে নানাভাবে প্রলুব্ধ করেন এটি রোধ করতে হবে। কোন ক্লিনিক বা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদের জানাবেন। স্বাস্ব্যক্ষেত্রে বরাদ্দ যেন সঠিকভাবে কাজে লাগানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার কল্যান সেবা সপ্তাহ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফেনীর উপ-পরিচালক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামূল করিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ। সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রেজেন্টেশন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী।
সভায় জানানো হয়, আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যান সেবা সপ্তাহ ও প্রচার সপ্তাহ উৎযাপন করা হবে। এবারের পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের মূল লক্ষ্য কৈশোরকালীন গর্ভধারন রোধে পরিবার পরিকল্পনা পদ্বতি গ্রহনকারীর হার বৃদ্ধি। প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির মাধ্যমে মাত্যুমৃত্যু হার হ্রাস করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা গ্রহনে উদ্বুদ্বকরন, মানসম্মত সেবা প্রদান এবং প্রজনন স্বাস্ব্য সেবা সংক্রান্ত সার্বিক প্রচারনা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.