চিকিৎসার অভাবে কোম্পানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মোট মৃত্যুর সংখ‍্যা দাঁড়াল ২৬ জনে

112

নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে জায়গা না পেয়ে শ্বাসকষ্টে মৃত্যু বরণ করেছেন আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তি।

গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের চরপার্বতী ১ নং ওয়ার্ডের হাশেম মিয়ার পুরাতন বাড়ির আব্দুর রহিম করোনা উপসর্গ নিয়ে কোম্পানী গঞ্জের বসুরহাট বাজারস্থ সেন্ট্রাল হাসপালে ভর্তি হন, অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয় আব্দুল রহিমকে, করোনা টেষ্টের সার্টিফিকেট না থাকায় ভর্তি করতে অসম্মতি জানায় ঢাকার একাধিক হাসপাতাল, হাসপাতালে ভর্তি হতে না পেরে শ্বাস কষ্টে হাসপাতালের বাহিরে মারা যান আব্দুর রহিম।

পরিবার সূত্রে জানা যায় ধান কেটে প্রচন্ড গরমে ঠান্ডা পানি পান করার পর থেকে ঠান্ডা লেগে যায় আব্দুর রহিমের, দীর্ঘ ১৫/২০ দিন যাবৎ জ্বর,সর্দি,কাঁশি সহ শ্বাসকষ্টে ভোগলেও গোপন রেখে ছিলেন বিষয়টি, অবস্থা আশংকাজনক মনে হলে তাকে নিয়ে যায় জেলা শহর মাইজদীতে, সেখানে ডাক্তারের পরামর্শে করোনা টেষ্টের নমুনাও দিয়েছিলেন আব্দুর রহিম।

উল্লেখ্য নোয়াখালীতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৬৪ ও মৃতের সংখ্যা ২৬ জন, তার মধ্যে সদরে- ২১৬, সুবর্ণচরে- ২৮, হাতিয়ায়- ০৬, বেগমগঞ্জে- ৪৩৯, সোনাইমুড়ীতে- ৫৫, চাটখিলে- ৭১, সেনবাগে- ৬৬, কোম্পানীগঞ্জে- ০৮ ও
কবিরহাটে- ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, বেগমগঞ্জে- ১৫, সোনাইমুড়িতে- ০২, সেনবাগে- ০৪, সূবর্ণচরে- ০১, সদরে- ০৩ ও চাটখিলে-০১ জন মৃত্যু বরণ করেছেন।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.