চাটখিল থানার এসআই জাকির হোসেন চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত

132

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধবিষয়ক সম্মেলনে ১১টি জেলার মধ্যে নোয়াখালী জেলা পুলিশ আটটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে। এর মধ্যে ডিবি নোয়াখালী টানা সপ্তমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বুধবার বিকালে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধবিষয়ক সম্মেলনে ডিআইজি খন্দকার গোলাম ফারুক এ ঘোষণা দেন। আট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের খবরে জেলা পুলিশের মাঝে বইছে আনন্দের বন্যা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে গত জানুয়ারি মাসের অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত এবং পেশাদার অপরাধী গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে আট ক্যাটাগরিতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করে।

ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে চাটখিল থানার এএসআই জাকির হোসেন, শ্রেষ্ঠ সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা হিসেবে সোনাইমুড়ী থানার এসআই আল-আমিন, শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা হিসেবে এসআই জাকির হোসেন, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে কবিরহাট থানার পুলিশ পরিদর্শক টমাস বড়য়া, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে চাটখিল উপজেলার হাট পুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও চাটখিল থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, শ্রেষ্ঠ থানা হিসেবে কোম্পানীগঞ্জ থানা এবং শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসেবে নোয়াখালী ডিবি নির্বাচিত হয়েছে। এ নিয়ে নোয়াখালী ডিবি চট্টগ্রাম বিভাগের মধ্যে টানা সপ্তমবারের মতো শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

এ সময় রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজ খন্দকার গোলাম ফারুক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন খাতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও ‘সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন’ প্রদান করেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বুধবার সন্ধ্যায় এ পুরস্কার গ্রহণ করেন।

সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) জাকির হোসেন খানসহ চট্টগ্রাম রেঞ্চের সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন আট ক্যাটাগরিতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। সততা ও ন্যায়নীতির সঙ্গে কাজ করলে সফলতা আসবেই। আগামীতে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অধিক উৎসাহ নিয়ে পুলিশ কাজ করে যাবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.