চাটখিলে করোনায় মৃত লাশ দাফন কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

'সবুজ বাংলাদেশ'র উদ্যোগে

274

নোয়াখালীর চাটখিলে ‘সবুজ বাংলাদেশ’ এর উদ্যোগে গতকাল (২ জুলাই) দুপুরে আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় মৃত লাশ দাফন কমিটির এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশ’র নোয়াখালী জেলার সেক্রেটারি মহিন উদ্দিন (বি কম)। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ইসমাইল হোসেন বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত লাশ দাফন কমিটির সদস্য হাফেজ মিজান, পারভেজ, আবিদ, জনি, সাফায়েত, মামুন, নিলয়, কামরুল প্রমুখ।

মহিন উদ্দিন (বি কম) বলেন, ‘সারা বিশ্বের ন্যায় মহামারি করোনাতে বাংলাদেশে দিন-দিন মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই মৃত লাশকে তার আপন জনেরাও ধরতে চায় না। তাই ‘সবুজ বাংলাদেশ’ এই মৃত লাশকে দাফন করার জন্য একটা কমিটি করতে বলেছে তার পরিপেক্ষিতে আমরা নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীতে ১৪ সদস্যদের একটি কমিটি কিছু দিন আগে করেছি। আমি ইসমাইল হোসেন বাবুকে বিশেষ এমন একটি কাজ করার পরিকল্পনা দেওয়ার জন্য এবং মৃত লাশ কমিটি চাটখিল- সোনাইমুড়ীর সকল সদস্যদের ধন্যবাদ জানাই এমন একটি কাজে তারা জড়িত হবার জন্য। আমি সবসময় মৃত লাশ কমিটির সকলকে সাধ্যমতো সহযোগিতা করবো।’

অনুষ্ঠানে ইসমাইল হোসেন বাবু, সকল সদস্যদের লাশ দাফনের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং দাফনের সময় যাবতীয় করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি আবদুল মোতালেব ভূঁইয়া।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.