চাটখিলে এম এ মতিন ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

121

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আবদুল মতিনের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মহামারি এবং মাহে রমজান উপলক্ষে আর্থিক সমস্যা কবলিত মানুষের মাঝে সহায়তাসরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত উপজেলার পৌর ও মোহাম্মদপুর ইউনিয়ন (আংশিক) এবং পাঁচগাঁও ইউনিয়নের আর্থিক সমস্যা কবলিত মানুষের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের স্থানীয় পরিচালকবৃন্দ নীরবে সমস্যা কবলিত মানুষের ঘরে-ঘরে গিয়ে নগদ সহায়তা প্রদান করেন।

ফাউন্ডেশনের পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী ফয়সাল মতিন জানান, ‘বিগত ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর সাধ্যানুসারে দুর্যোগকালীন সময় ও রমজান মাসে সমস্যা কবলিত মানুষকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। বর্তমানে করোনা দুর্যোগে এই সহযোগিতার ব্যাপ্তি আরো বাড়ানো হয়েছে। দেশের যে কোন ক্লান্তিলগ্লে এভাবে যেন এগিয়ে আসতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই।’

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.