চাটখিলের কৃতি সন্তান ড. আজাদ বুলবুলের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন

93

সম্প্রতি ঘোষিত হয়েছে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৭ সালের ‘হালদা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পাচ্ছেন চাটখিলের কৃতি সন্তান ড.আজাদ বুলবুল। এই চলচ্চিত্রটি মোট পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে। ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।

আজাদ বুলবুল’র জন্ম ১৯৬৫ সালের ১ নভেম্বর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুরের বিশু পাটোয়ারী বাড়িতে। তার পিতা মরহুম খোকা পাটোয়ারী।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। পরে ‘পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সংস্কৃতি: প্রেক্ষিত চাকমা মারমা ও ত্রিপুরা নৃগোষ্ঠী’ বিষয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি একজন শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। ৯০ দশকের শুরুতে সাংবাদিকতা করেন তিনি। নোয়াখালী’র ইতিহাস ও ঐতিহ্য, আলোকিত অরণ্য, চিরায়ত, পার্বত্য পুরাণ, এষণাসহ আরো অনেকগুলো ছোট-কাগজের সম্পাদক হিশেবেও আছে সুনাম।
এই পর্যন্ত তাঁর প্রকাশিত গন্থের সংখ্যা ১০টি। তাঁর লেখায় ওঠে এসেছে আদিবাসীদের জীবনযাত্রা তথা সুখ, দুঃখ এবং তাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কের মিথষ্ক্রিয়া।
২০১৭ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর আলোচিত উপন্যাস ‘অগ্নিকোণ’। গত শতকের ত্রিশের দশকে চট্টগ্রাম যুববিদ্রোহ, বার্মা, ভারতের স্বাধীনতা আন্দোলন তথা মাস্টারদা সূর্য সেন ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগের বেদনাদায়ক উপাখ্যানই অগ্নিকোণের উপজীব্য। উপন্যাসটি সাহিত্য-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
আজাদ বুলবুল বর্তমানে মাধ্যমিক ও উচ্চ-শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিশেবে কর্মরত আছেন।

প্রসঙ্গত যে, এইচ এম ইব্রাহিম প্রযোজিত তৌকির আহমেদ পরিচালিত তিশা, মোশারফ করিম,জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, রুনা খান অভিনীত হালদা ছবিটি দেশ-বিদেশে ব্যপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.