গ্রেনেড হামলা মামলার রায় : সতর্ক অবস্থানে নোয়াখালী আওয়ামী লীগ

121

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২০ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি কায়কোবাদসহ ১৭ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। এছাড়াও বাকীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বুধবার বেলা ১২টায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এদিকে, এ রায়কে কেন্দ্র করে সকল ধরণের নাশকতা প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সকাল থেকে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ পুরো জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রায় ঘোষণার পর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা শহরে মিছিল বের করা হয়।

এরআগে সকাল ১০টা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। এসময় নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান জাবেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তর সোনাপুর এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম সামছুদ্দিন জেহানের নেতৃত্বে, ফকিরপুর কদমতলী গ্যারেজ এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের নেতৃত্বে, পৌরবাজার এলাকায় শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে, মাইজদী বাজার এলাকায় জেলা যুবলীগ আহবায়ক ইমন ভট্র, আওয়ামী লীগ নেতা মিথুন ভট্র, যুবলীগ নেতা আবদুল হামিদ রাজুর নেতৃত্বে, সোনাপুর জিরো পয়েন্টে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, উপ-প্রচার সম্পাদক মো.নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা খালেদ মঞ্জু, মো. কামাল উদ্দিনের নেতৃত্বে, দত্তের হাট এলাকায় কাউন্সিলর জাহিদুর শামীমের নেতৃত্বে, দত্তবাড়ির মোড়ে আওয়ামী লীগ নেতা দিলদার হোসেন জুনায়েদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.