খিলপাড়ায় একই বাড়ির চার হিন্দু পরিবারকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট

205

নোয়াখালী চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া বাজার সংলগ্ন পূর্ব শূদ্র বাড়ির চার হিন্দু পরিবারকে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

স্থানীয় পার্শ্ববর্তী বাড়ির বজ্রলাল মাস্টারের ছেলে সুবিনয় জানান, গতকাল শনিবার (২৫ মার্চ) রাতের বেলায় পূর্ব শূদ্র বাড়ির চার হিন্দু পরিবার রাতের খাবার খেয়ে ঘুমানোর পর সকালবেলায় কাউকে ঘুম থেকে না উঠতে দেখে একই বাড়ির সজল দাশ, তাদেরকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে, ঘরে ডুকে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। তৎক্ষণিক সজল দাশ ও পীযূষ দাস সবাইকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে সবাই চিকিৎসাধীন আছেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহম্মেদ নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবাইকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওনো হয়েছে। আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, আশাকরি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

ভিকটিমদের স্বজনদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলেন, এই ঘটনায় তারা এখন পর্যন্ত থানায় কোন মামলা করেননি। খিলপাড়া ফাঁড়ি থানায় বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.