কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

143

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম সিকদার এর বাড়ীতে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মামলা-হামলা, ভয়-ভীতি উপেক্ষা করে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এর সভাপতিত্বে এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের মধ্যে বিভাজন নিরসনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গোলাম রব্বানী বিপ্লব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আফতাব আহমেদ বাচ্চু, আনছার উল্যাহ, কাজী একরামুল হক, আনিছুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, একরামুল হক মিলন, এডভোকেট জাফর উল্যাহ, লুৎফুল কবির মানিক, সাহাদাত হোসেন, নুর উদ্দিন ফাহাদ, আনোয়ার হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বর্তমান দুঃসময়ে দল সু-সংগঠিত করার কোন বিকল্প নেই। দেশ আজ দুঃসময়ের কবলে। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছে। জনগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের সকল বিভাজন ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.