কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

38

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার।

সোমবার (৩০ ডিসেম্বর) ৫টা ২০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলী গ্রামে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান,১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা, দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

নিহত ডাকাত সর্দার মোঃ শাহাদাত হোসেন স্বপন (৩৯), রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ওসি মোঃ আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে এ ডাকাত সর্দারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সর্দার ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.