কোম্পানীগঞ্জে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম!

94

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীতে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা চালিয়ে স্থানীয় কলেজ ছাত্রলীগের এক সভাপতিকে কুপিয়ে মারাত্বক জখম করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহানকে (২০) রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ছাত্রলীগের আরও ৫জন আহত হয়েছে। আহতরা হলেন চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন (১৯), ছাত্রলীগ নেতা ওহিদুর রহমান (২০), শাহীন (১৯), হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান (১৯) ও হাজারীহাট হাইস্কুল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল (১৭)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তুচ্ছ ঘটনার জের ধরে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনের সাথে স্থানীয় মামুনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় ওই এলাকায় ঘুরতে গেলে ছাত্রলীগ নেতা শাহীনসহ ছাত্রলীগের আবদুল, ছোট শাহীন, রিফাত, ইমরানকে ওই মামুনের নেতৃত্বে সন্ত্রাসীরা আটক করে বেদম মারধর করে।

খবর পেয়ে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহান ওই এলাকায় গেলে চরপার্বতী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল্লাহ, যুবলীগ নেতা বাবুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে বলে আহতরা অভিযোগ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটির ক্ষেত্রে থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সোহানের মা। আমরা খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.