কবিতা :ঝড়।কবি: নিজাম উদ্দিন (ভূঁইয়)

58

ঝড়!

সেতো বর্ষা মৌসুমের অহংকার
কাল-বোশেখে ফের আসে বার বার

ঝড়!
মনে করিয়ে দেয় প্রকৃতির কঠোরতা,
বুঝিয়ে দেয় মানুষের অসহায়ত্বের কথা

ঝড়!
এসে আমাকে শক্ত হতে শিখায়,
উপড়ে ফেলা দুর্বল সব স্থাপনা,
মেচাকার করে দিতে দেখা যায়।

ঝড়!
কখনোই স্থায়ী নয়,
দরকার ধৈর্য্য আর মনোবলের-
নিজেকে প্রস্তুত করার
যেন,বজ্রাঘাতের গতিপথ বদলাতে বাধ্য হবার।

আরও পড়ুন

Comments are closed.