এখনও অস্থির পেঁয়াজ বাজার: দাম কবে স্বাভাবিক হবে?

109

নানা পদক্ষেপ নেয়ার পরও পেঁয়াজের দাম কেন কমছে না, তা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অল্প কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে। এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ নিত্যপণ্যের দাম না কমায় ভোক্তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কয়েকদিন কিছুটা কমে আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এতে এটাই স্পষ্ট, তদারকি জোরদার করা না হলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হবে না। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ রাখলেও বিভিন্ন দেশ থেকে পণ্যটির আমদানি অব্যাহত রয়েছে।

তারপরও বাজারে কেন এর প্রভাব পড়ছে না তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। বাজারে এখনও দেশি নতুন পেঁয়াজ না এলেও এসেছে পেঁয়াজের পাতা। কিন্তু এটিও বিক্রি হচ্ছে চড়া দামে।

সম্প্রতি বিমানে পেঁয়াজ আনার উদ্যোগ নেয়ায় মানুষ আশ্বস্ত হয়েছিল, এ নিত্যপণ্যের দাম দ্রুত কমে আসবে। কিন্তু দাম সামান্য কমার পর পেঁয়াজের দাম আবারও বেড়েছে, তাতে মনে হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এখনও বন্ধ হয়নি। দেশে উৎপাদিত পেঁয়াজ এবং আমদানিকৃত পেঁয়াজের তথ্য বিশ্লেষণ করলে বাজারে পণ্যটির সংকট তীব্র হওয়ার কথা নয়।

কিন্তু বাজারে পেঁয়াজ সংকটের অবসান হচ্ছে না। এ অবস্থায় বাজার তদারকি জোরদার করে দ্রুত এ সংকটের সমাধান করা দরকার। এ সংকট দীর্ঘ সময় বিরাজ করলে অন্য পণ্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। কারণ আস্থার সংকট তীব্র হলে বিনিয়োগ থেকে দূরে থাকেন অনেক ব্যবসায়ী।

বাজারে বিভিন্ন দেশের পেঁয়াজ কিছুটা কম দামে পাওয়া গেলেও সেসবের মান ভালো নয়। লক্ষ করা যাচ্ছে, ভোক্তারা বেশি দামে দেশি পেঁয়াজ ক্রয় করতেই আগ্রহী। এর মূল কারণ দেশি পেঁয়াজের গুণগত মান। বিদ্যমান চাহিদার বিপরীতে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হলে মৌসুমে দেশি পেঁয়াজচাষীরা বিপদে পড়তে পারেন।

এ হতাশার কারণে আগামীতে পেঁয়াজ চাষে অনেকেরই আগ্রহ কমে যেতে পারে। ফলে আগামী মৌসুমে পণ্যটির সংকট আবারও তীব্র হতে পারে। কাজেই এ সমস্যার সমাধানে মৌসুমে দেশি পেঁয়াজচাষীরা যাতে ন্যায্য দাম পান, তা নিশ্চিত করতে পেঁয়াজের মৌসুমে পণ্যটির আমদানি বন্ধ রাখা প্রয়োজন। পেঁয়াজ নিয়ে সব ধরনের কারসাজি বন্ধ করতে হবে।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.