অবশেষে সেনবাগে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস ষ্টেশন

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে

71

নোয়াখালীর সেনবাগে অবশেষে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবী পূরণ হতে যাওয়ায় দারুণ খুশি এলাকাবাসী।

প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সেনবাগ পৌরসভার কাদরা বোর্ড অফিস সংলগ্ন ওই ফায়ার সার্ভিস স্টেশনটির বেইস ও কলম ওঠে যাওয়ায় এটি এখন দৃশ্যমান। এরআগে নোয়াখালীর সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে বহু সংগঠন ও ব্যবসায়ীরা মানববন্ধনসহ বিভিন্ন পালন করে।

সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় কোথাও আগুণ লাগলে জেলা শহর মাইজদী, চৌমুহনী ও সোনাইমুড়ী থেকে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাত। কিন্তু অধিকাংশ সময় তাঁরা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাঁই হয়ে যেত।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.