অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত

103

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আখতারী বেগমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক উপ পরিচালক (কলেজ) এর মোঃ বাহাদুর হোসেন এর নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করেছে। জানা যায়, দীর্ঘদিন থেকে কলেজের বিভিন্ন ভূয়া ভাউচার ও মেয়েদের হোস্টেলে ১৫০ সিটের অতিরিক্ত ছাত্রী ভর্তির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া গত বছর শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেওয়ার সময় জুতা পায়ে দিয়ে উঠার অভিযোগে উঠে এ নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় ও ফেসবুকে ঝড় তলে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নানান বিষয়ে বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে তদন্তে নেমেছে। এ অধ্যক্ষ নিজ এলাকায় গত ৪ বছর থেকে এ কলেজে দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপ পরিচালক মোঃ বাহাদুর হোসেন তদন্তের সত্যতা স্বীকার করে জানান, আমাদের যা যা দরকার আমরা সংগ্রহ করেছি। আমরা উপরে জমা দিব। এদিকে নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আখতারী বেগমের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন অনিয়ম করি নাই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
নোয়াাখালী।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.