১৫ মাস পর ফিরেই উইকেট নাঈমের

77

প্রথম সাত ওভার দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলামকে দিয়ে করানোর পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বল তুলে দেন ১৫ মাস পর দলে ফেরা অফ স্পিনার নাঈম হাসানের হাতে। আর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে নিজের প্রথম ওভারেই বাজিমাত করলেন এই স্পিনার। লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে শিকার বানিয়ে দলকে এনে দিয়েছেন দিনের প্রথম সাফল্য।

 

 

 

রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকালে অষ্টম ওভারের পঞ্চম বলে আউট হয়ে ফিরে গেছেন করুনারত্নে। অফ স্ট্যাম্পের বাইরে গতির ওপর বল ছোড়েন নাঈম, সেই বল লেট কাট করতে গিয়ে মিস করে বসেন করুনারত্নে। ব্যাটের আগেই বল তার পেছনের প্যাড স্পর্শ করে। মাঠের আম্পায়ার আউটের সংকেত দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন লংকান অধিনায়ক, তবে তা কোনো কাজে আসেনি। ১৭ বল থেকে ৯ রান করেই সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে।

 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে। ৩৫ বলে ১৩ রান করে উইকেটে রয়েছে ওশাদা ফার্নান্দো। আর অপর প্রান্তে তার সঙ্গে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস, দুই বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।

বাংলাদেশের বিপক্ষে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.