হাফেজ ও সাবেক খতিব চাটখিলের শাহিন চট্টগ্রামের মোহরা থেকে নিখোঁজ
মো. সোলাইমান শাহিন নামের এই মানসিক রোগীটি গত ১৬ এপ্রিল সকাল ৬টায় চট্টগ্রামের মোহরাতে চেয়ারম্যান কলোনির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। তাঁর পিতার নাম মরহুম আলী আহমেদ। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের দরগাহ্ বাজারে তিনি জন্মগ্রহণ করেন। চান্দগাঁও থানার সাধারণ ডায়েরী নং-৭৭৩। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে মোহরা নার্সিং হোম, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম। মোবাইল নম্বর ০১৮১৭-৫৭৪৮৩৮, ০১৬৮৭-২৪২৯২৭ ও ০১৮৩৯-৫৫৩২০০ তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
Comments are closed.